সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
EIIN নম্বরঃ 107544 ০২৩৩৪৪৯২১৭০
সাম্প্রতিক পোস্ট

সংক্ষিপ্ত পরিচিতি

সংক্ষিপ্ত পরিচিতি

নারী শিক্ষার আলোয় সমুজ্জ্বল আমাদের এই ঐতিহ্যবাহী পান্থশালাটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী সফিকুর রহমান ১৯৯৬ সনে প্রতিষ্ঠা করেন । তাঁর এ উদ্যোগের সঙ্গে একাত্ম হয়েছিলেন নগেন্দ্র কুমার, মহেন্দ্র কুমার, রাজেন্দ্র কুমার, নরেন্দ্র কুমার । তাদের মহৎ হৃদয়বৃত্তির দান করা এবং বিক্রি করা ১.১৯ একর জমির উপর গড়ে উঠেছিল মাইজদী বালিকা বিদ্যানিকেতন । দীর্ঘ ছয় দশকে আশানুরুপ সরকারি পৃষ্ঠপোষকতায় না পেলেও থেমে নেই কিছুই । ক্রমাগত সাফল্যের পথে এগিয়ে চলেছে বিদ্যালয়টি । বিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রচেষ্টায় লেখাপড়ার পাশাপাশি অবকাঠামো, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ও তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বাড়ছে বিদ্যালয়ের কলেবর, বাড়ছে আমাদের আশা , প্রত্যাশা ও বিশ্বাস । বিদ্যালয়ে কর্মরত সুদক্ষ, মেধাবী, প্রশিক্ষনপ্রাপ্ত ও আইসিটি জ্ঞান সম্পন্ন শিক্ষকবৃন্দ, ব্যবস্থাপনা পর্ষদ ও অভিভাবকবৃন্দের সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন সম্ভব হচ্ছে। ক্রীড়া ও সাংস্কৃতি চর্চায় এ বিদ্যালয়ের গৌরমন্ডিত ঐতিহ্য দীর্ঘ দিনের । ১৯৭৮ সালে জাতীয় পর্যায়ে দ্রুততম মানবী হয়েছিল এ বিদ্যালয়ের শিক্ষার্থী তৃষ্ণা চক্রবর্তী এবং এশিয়ার দ্রুততম মানবী হয়েছিল নাজমুন নাহার বিউটি । তারই ধারাবাহিকতায় আজও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতি অঙ্গনে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে । তথ্য প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে বিদ্যালয়ে নিয়মিত মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনা, সিসি টিভি এর মাধ্যমে নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা, আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে হাতে কলমে কম্পিউটার শিক্ষা, ডিজিটাল হাজিরা ব্যবস্থা ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে । টেকসই ও কার্যকর জনমিতিক সুফলকে দক্ষমানব সম্পদে রুপান্তর করার প্রয়াসে আমরা শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন , নৈতিক শিক্ষায়, মনুষ্যত্বের কার্যকর বিকাশ ও জ্ঞানের আলোর অভিসারী করে পরিবার, সমাজ তথা দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে সহায়তা করি ।

রোকেয়া সুলতানা